মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:১০ অপরাহ্ন
স্বাস্থ্য ডেস্ক : করোনা ভাইরাসের এন্টিবডি পরীক্ষায় বড় ধরণের সাফল্য পাওয়ার দাবি করা হচ্ছে। দেখা গেছে আঙ্গুলের অগ্রভাগ থেকে সামান্য রক্ত নিয়ে মাত্র ২০ মিনিটে সঠিক ফল মিলছে।
এই প্রযুক্তি তৈরি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। প্রথমবারের পরীক্ষায় তারা ইতিবাচক ফল পেয়েছেন।
দ্যা ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার এখন লাখ লাখ এই টেস্ট কিট তাদের নাগরিকদের কাছে বিতরণের পরিকল্পনা করছে।
এই কিট বিশেষ করে সে সব মানুষদের উপকারে দেবে, যাদের দ্রুত কোনো অপারেশন করতে হবে। কারণ এখানে সময় কম লাগছে।
বর্তমানে ব্রিটেনে যে পদ্ধতিতে এন্টিবডি পরীক্ষা করা হয় তা সময়সাপেক্ষ। রক্তের নমুনা গবেষণাগারে পাঠানো পর্যন্ত অনেক সময় লেগে যায়। ফলে নতুন এই কিট গতি বৃদ্ধি করবে এবং অধিক হারে মানুষ ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন।
এই কিট উদ্ভাবন করেছে ইউকে র্যাপিড টেস্ট কনসোর্টিয়াম। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং দেশটির শীর্ষ স্থানীয় ডায়াগনস্টিক সংস্থাগুলোর অংশীদারিত্বে এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে।
এদের নেতৃত্বে থাকা ক্রিস হ্যান্ড বলেছেন, ‘এন্টিবডি টেস্ট ৯৮.৬ ভাগ নির্ভুল ফল দিয়েছে। এটি খুব ভালো সংবাদ আমাদের জন্য।’
© All rights reserved 2020 ® newspabna.com