বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০১:০৮ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শুরু করা যাচ্ছে না কলেজ ভর্তি প্রক্রিয়া।
তবে এখনই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু না করলে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী পড়াশুনায় পিছিয়ে পড়বে, যা পরবর্তীতে সমন্বয় করা কষ্টসাধ্য হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১ সপ্তাহ পর শুরু হয় কলেজ ভর্তি প্রক্রিয়া। তবে এ বছর করোনা মহামারীতে সেটি সম্ভব হয়নি। দীর্ঘ দিন অপেক্ষার পর এসএসসি পরীক্ষার ফল মিললেও এখন কলেজ ভর্তি নিয়ে উদ্বিগ্ন সদ্য পাস করা শিক্ষার্থীরা।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, ভর্তি কবে হবে বা ক্লাশ কবে শুরু হবে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এ পরিস্থিতিতে সেশন জটের সম্ভাবনাও দেখা দিয়েছে।
গত ৩১ মে ফল প্রকাশ করা হয় এসএসসি পরীক্ষার। এ বছর পরীক্ষায় পাশ করছে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী, আর সারাদেশে আসন সংখ্যা রয়েছে ২৯ লাখ। ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ভর্তি প্রক্রিয়া সময়মত শুরু করতে সব প্রস্তুতি ছিল তাদের।
© All rights reserved 2020 ® newspabna.com