শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন
পঞ্চম রাউন্ডের ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে রেড ডেভিলদের।
নামে ভারে এগিয়ে থাকা ম্যানচেস্টারের ক্লাবটি শুরু থেকে বেশ চাপে রাখে ওয়েস্ট হ্যামকে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যাওয়া হয়নি ওলে গানার শোল শায়ার শিষ্যদের।
ম্যাচের ৫৩ মিনিটে সহজ সুযোগ মিস করেন মার্কোস র্যাশফোর্ড। এরপর র্নিধারিত সময়ে আরও বেশ কয়েকটি গোছানো আক্রমণ করেছেন রেড ডেভিলরা কিন্তু ওয়েস্ট হ্যামের রক্ষণ ভাঙ্গতে পারেনি।
রেড ডেভিলরা গোলের দেখা পায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে গোল করেন স্কট ম্যাকটোমিনে। তার করা একমাত্র গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ম্যানচেস্টার ইউনাইটেড।
© All rights reserved 2021 ® newspabna.com