মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৫:১৬ অপরাহ্ন
আরিফ খাঁন, বেড়া, পাবনা : প্রায় দুই যুগ পর আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে আরিচাঘাট থেকে একটি ফেরি ছেড়ে যায় পাবনা বেড়া উপজেলার কাজিরহাট ঘাটের উদ্দেশে। অপরদিকে কাজিরহাট থেকে একটি ফেরি ছেড়ে আসে আরিচা ঘাটে।
পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ- চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এ সময় বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমোডোর গোলাম সাদেক বলেন, দুইপাড়েই ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে।
খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।
© All rights reserved 2021 ® newspabna.com