মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কাজীর হাট-আরিচা নদীপথে অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটানার স্বীকার হচ্ছে স্পিড বোট। জানমালের ক্ষতি সাধন হচ্ছে যাত্রী সাধারনের। মাঝে মধ্যে প্রাণ হানীর ঘটনাও ঘটছে।
পাবনা থেকে ঢাকা গামী যাত্রীরা সময় বাঁচাতে নৌকার পরিবর্তে স্পিড বোট অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন। অধিকাংশ স্পিড বোটের যাত্রীদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয় না ।
অদক্ষ এবং অল্প বয়সের ছেলেরা স্পিড বোট চালানোর কারনে গতকাল বিকেলে আরিচা থেকে আসা এবং কাজীর হাট থেকে যাওয়া দুটি স্পিড বোট মাঝ নদীতে মুখোমুখি সংঘর্ষে দুটিই উল্টে গিয়ে পানিতে ডুবে যায়।
এতে উভয় স্পিড বোটের অর্ধশত যাত্রী পানিতে ভিজে যাওয়া সহ তাদের মালামাল ক্ষতিগ্রস্থ হয়।
ঢাকা থেকে পাবনাগামী কয়েকজন যাত্রী জানান, উভয় স্পিড বোটের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com