শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
উত্তপ্ত নোয়াখলীর বসুরহাট পৌরসভা। একের পর এক অঘটন ঘটেই চলেছে। আওয়ামী লীগের দু’গুপের সংঘাতে প্রাণ ঝড়ছে সাধারণদের। তবে এবার কঠোর হয়েছে প্রশাসন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার নেয়া সকল কর্মসূচীতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঘরোয়াভাবে জন্মশত বার্ষিকী পালনে আদেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৫ মার্চ) নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল কাদের মির্জাকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির কপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বুধবার র্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বাহিরের জনসমাগমমূলক সব অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে।
চিঠিতে জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নং স্মারক উল্লেখ করে, কোস্পানীগঞ্জে আ.লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকায় বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগমে পুনরায় বিবাধ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com