সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:২৯ অপরাহ্ন
কাবাডি খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ শুরু
শহর প্রতিনিধি: পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্টপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুর্ধ-১৬ বালক বালিকাদের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের বাছাই কার্যক্রম ২০১৫-১৬ শুরু হয়েছে।
গতকাল সোমবার (০১ আগষ্ট) সেন্ট্রাল গার্লস হাই স্কুল মাঠে এ প্রতিভা অন্বেষণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেন্টাল গার্লস স্কুল, ইউনুস আলী স্কুল এ্যান্ড কলেজ এবং মাওলানা কছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মোট ৫৫ জন বালিকা এ বাছাই পর্বে অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, কাবাডি আহবায়ক রেজভী আহম্মেদ রেজা, কার্যকরী পরিষদ সদস্য রাশেদ রনি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কষাধ্যক্ষ আন্তর্জাতিক রেফারি ও কোচ এস এম এ মান্নান, হোসনে আরা হাওয়াসহ কাবাডি ভক্তবৃন্দ।
পাবনা হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাযোগ্য কিছু খেলোয়ার তৈরী হবার আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
© All rights reserved 2020 ® newspabna.com