মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:৩১ পূর্বাহ্ন
সুজানগর প্রতিনিধি : বিল গাজনা খনন কাজের ১০০ মে:টন গম বরাদ্দের কাজ না করে কালোবাজারে বিক্রির অভিযোগে দূর্নীতির মামলার আসামি আব্দুর রহমান সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সম্প্রতি পাবনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের অধীনে বিলগাজনা খনন কাবীখা প্রকল্পের কাজে ১০০ মে.টন গম মেম্বর আব্দুর রহমানের নামে বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্প কাজের সভাপতি আব্দুর রহমান ভূয়া প্রকল্প দাখিল করে তার নামে ১০০ মে,টন গমের ডিও করান। পানির নীচে বিল গাজনার খনন কাজ ভূয়া প্রকল্প দাখিল করে গম উত্তোলন করে কাজ না করেই কাল বাজারে বিক্রির অভিযোগে দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক বাদী হয়ে প্রকল্প কাজের সভাপতি আব্দুর রহমানকে আসামী করে সুজানগর থানায় দূর্নীতি দমন কমিশনের ১৯৪৭ সালের ৫(২)১ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন আমলী আদালতে চলার পর ১৪ বছর জেল ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে। আসামী আব্দুর রহমান হাইকোর্টে রিট আবেদন করে জামিনে আছেন।
আব্দুর রহমান আগামী ৭ মে নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হওয়ায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com