বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ার ঘটনায় আহত ৭ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ মার্চ) রাত ১০টার দিকে ট্রাকটির হেলপার আব্দুল হাকিম (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শ্রমিক আব্দুল জলিল (২৮) বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আব্দুল হাকিম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের ফজল আলীর ছেলে ও শ্রমিক আব্দুল জলিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামের ফরজ আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজামাল আকন্দ এসব তথ্য জানিয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার জানান, বিকেলে বালু বোঝাই একটি ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপারসহ ৭ জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আব্দুল হাকিমকে ঢাকায় ও আব্দুল জলিলকে বগুড়ায় পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই দু’জন মারা যান।
এ ঘটনায় আহত অন্যান্যরা হলেন- বহুতী গ্রামের হজরত আলীর ছেলে আল আমিন শেখ (২৪), আমজাদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০), দিয়ার বৈদ্যনাথ গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম (৩৫), মনি শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও বিয়ারাঘাটের শাহজাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলম। এদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com