শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
কুষ্টিয়া শহরতলীর জগতিতে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শাহিন (২৭) ও আশিক (৩০) নামে দুই রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু নামে আরো একজন অসুস্থ হয়ে গেছেন।
রোববার (৬ মার্চ) বেলা ১১টায় শহরতলীর জগতি এলাকার আনিস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে।
কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই এলাকার আনিস মোল্লার নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা তৈরি করছিলেন রাজমিস্ত্রিরা। সকালে ট্যাংকের ভেতরের কাঠ ও বাঁশ বের করার জন্য শাহিন ও আশিক ট্যাংকের ভেতরে ঢুকলে সঙ্গে সঙ্গে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপরে থাকা মিঠু মাথা ঘুরে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আশরাফুল হাসান অঞ্জন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com