মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৭ বছর পর বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এ সম্মেলনের উদ্বোধন করেনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হয় কৃষক লীগের ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ থিম সং।
এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী গাড়ি বহরটি সোহরাওয়ার্দী উদ্যানের পৌঁছায়। সেখানে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এদিকে প্রধানমন্ত্রী আসায় সোহরাওয়ার্দী উদ্যানে অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। ওই সম্মেলনে সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
© All rights reserved 2020 ® newspabna.com