সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:০১ অপরাহ্ন
শহর প্রতিনিধি: শহরের খান বাহাদুর শপিংমল মার্কেটে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অমনি সুজ নামের একটি জুতার দোকান উদ্বোধন করা হয়েছে।
আনন্দমূখর পরিবেশে শোরুমের উদ্বোধন করেন খান বাহাদুর শপিংমলের মালিকপক্ষে থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি সমাজসেবক এড. তোসলিম হাসান সুমন।
এ সময় স্টার শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী ও জেলা কৃষকলীগের সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, রবিউল মার্কেটের স্বত্তাধিকারী ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন খান বাহাদুর মার্কেটের সভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক মোঃ তানভীর সিদ্দিকী রাসেল। দোকান উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়িবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com