সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১২:১৯ অপরাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ বলেছেন, পন্য মুল্যে নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, লবনের দাম নিয়ে গুজব ছড়ানোর কারণে মানুষ বিভ্রান্ত হয়েছিল।
কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চেম্বার অব কমার্স, ক্যাবসহ সাংবাদিকদের সহযোগিতায় এক রাতেই সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করায় অসাধু চক্র দাম বাড়াতে পারেনি।
চালের ব্যাপারেও একই হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, নতুন পেয়াজ বাজারে আসায় পেয়াজের দামও দ্রুত কমে আসছে। এখন চাল, ডাল, তেল লবন, পেয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক।
তিনি আরও বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে শুধু কর্মকর্তা বা সরকারি চাকুরিজীবী নয় সকল নাগরিকদের সোচ্চার হতে হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় সভাপতির ভাষণে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ এ কথা বলেন।
পাবনার নেজারত ডেপুটি কালেক্টর তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, শিক্ষা বিভাগের সাবেক পরিচালক প্রফেসর মির্জা একে শহিদুল ইসলাম,
পাবনা চেম্বারের পরিচালক ও জেলা হোটেল রেস্তারা মালিক সমিরি সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, জেলা মার্কেটিং অফিসার হুমায়ুন কবীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মাহমুদ আলম, পাবনা পৌরসভার কাউন্সিলর রিয়াজুল হক, শিক্ষিকা শবনম মঞ্জিলা খানম মিতা প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com