শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে রাজশাহীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পলক কুমারের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার দারুচিনি প্লাজায় এই দুর্ঘটনা ঘটে। পলক কুমার নগরীর ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার টুটুল কুমারের ছেলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ স্থানীয়দের বরাত দিয়ে জানান, পলকসহ কয়েকজন বুন্ধ দারুচিনি প্লাজার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় পলক। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com