বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ছেলে ও মা রয়েছেন। রোববার সকাল ৭ টায় জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
জোরালগঞ্জ থানার অপিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, সিএনজি চালিত অটো রিকশা ও পিকআপ ভ্যানের সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সেনা সদস্যের দুই ছেলে এবং স্ত্রী ঢাকা থেকে নৈশ কোচ যোগে ভোরে বারৈয়ারহাট পৌঁছান। তারা সিএনজি চালিত আটো রিকশা নিয়ে মুহুরী প্রজেক্ট রোড হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তিতাবটগাছ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ছেলে মারা যায়। পরে মাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনিও মারা যান।
হাইওয়ে পুলিশের জোরালগঞ্জ ফাড়িরঁ ইনর্চাজ ফরিদ উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্থ গাড়ি দু’টি সরানো হয়। যেহেতু মহাসড়কের বাইরে এ দুর্ঘটনা তাই বিষয়টি থানা পুলিশ দেখছে।
© All rights reserved 2020 ® newspabna.com