রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:০৬ পূর্বাহ্ন
চলনবিলে অবাধে মা মাছ ও পোনা নিধন
চাটমোহর প্রতিনিধি: চলনবিলে বন্যার পানি প্রবেশের সাথে সাথে মা ও ছা পোনা মাছ নিধনের হিড়িক চলছে। জানা যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ,সগুনা ও বারুহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিন্ম এলাকায় বন্যার পানি ঢুকে গেছে, বন্যার পানির সাথে যমুনা নদীর মা মাছ চলনবিলের মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় ভেবে চলে আসে।
সেই সুযোগে অসাধু জেলেরা চলনবিলের কাটা খাল, আত্রাড়াই,সহ দক্ষিন শ্যামপুর, হামকুড়িয়া, নাদোসৈয়দপুর,আমবাড়িয়া,মাগুড়া,দিঘি সগুনা বারুহাস, স্থল, পাকপাড়া,নিমাইচড়া, মির্জাপুর, সমাজ শিতলাই, এলাকায় বিলে বড় বেড় জার ফেলে মা ছা ও পোনা মাছ সমুলে ধ্বংশ করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায় কন্যার পানি বিলে ঢোকার মুখে অসাধু ব্যাক্তিরা হাজার হাজার কারেন্ট জাল পেতে পুটি, ট্যাংড়া, শিং পাবদা কৈ, সরপুটি, পাতাশি সহ সব ধারনের ছোট মাছ নিধন করছে।
চলনবিলে পানি আসার শুরুতেই সব ধারনের মাছ বিনাশ করাতে সচেতন মহল হতাশার কথা ব্যাক্ত করেছেন, মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের আঃ জব্বার খন্দকার জানান চলনবিলে কারেন্টজাল ও বড় বেড় জাল দিয়ে মাছের পোনা নিধনের হিড়িক চললেও দেখার কেউ নাই।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান কে বলা হলে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।
চলনবিলের চাটমোহর,ফরিদপুর, ভাঙ্গুড়া, আত্রাড়াই,সিংড়া বড়াইগ্রাম,ও গুরুদাসপুরে ঠিক একই কায়দায় মা মাছ ও রেনু পোনা নিধন করা হচ্ছে। সচেতন মহল অতি দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।
© All rights reserved 2020 ® newspabna.com