শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:২৯ অপরাহ্ন
পাবনা জেলা প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে সবক’টিতেই নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টায় উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার আজিজুল ইসলাম, ডিবিগ্রাম ইউনিয়নে নবিরউদ্দিন মোল্লা, মূলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল, ফৈলজানা ইউনিয়নে হানিফ উদ্দিন, পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আজাহার আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কে কতো ভোট পেয়েছেন!
শনিবারের নির্বাচনে ৫টি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচিতরা হলেন ফৈলজানা ইউনিয়নে মোঃ হানিফ উদ্দিন (নৌকা)। তিনি পেয়েছেন ১২ হাজার ৫৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান বিএনপির মোঃ শাহজাহান আলী (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৫ হাজার ২শ’ ভোট। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (পাখা) পেয়েছেন ২০৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফজর মহর আলী পেয়েছেন ৪০৭ ভোট।
ডিবিগ্রাম ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ্ব নবীর উদ্দিন মোল্লা ৬ হাজার ৯৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী মিজানুর রহমান মজনু (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৮৩ ভোট। বিএনপির আনিসুর রহমান আনসু (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৩২৫ ভোট।
পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের আলহাজ্ব মোঃ আজাহার আলী (নৌকা) ৫ হাজার ২৫০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম ধানের শীষের রবিউল করিম তারেক পেয়েছেন ৪ হাজার ৫৭৬ ভোট। স্বতন্ত্র আনারস পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।
মূলগ্রামে আওয়ামী লীগের রাশেদুল ইসলাম বকুল (নৌকা) ১২ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মোঃ গিয়াস উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৭৮৫ ভোট। জাপা (এ) প্রার্থী মাহমুদুল আলম মাদু পেয়েছেন ১৫৮ ভোট।
মথুরাপুর ইউনিয়নে মাত্র ৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের সরদার আজিজুল হক (নৌকা)। তিনি পেয়েছেন ২ হাজার ৫৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আবুল কালাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু (আনারস) পেয়েছেন ২ হাজার ১১ ভোট ও প্রভাষক নুর মোহাম্মদ বেনজীর পেয়েছেন ১ হাজার ৯৫০ ভোট।
© All rights reserved 2020 ® newspabna.com