বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:৪০ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহর পৌরসদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় বুধবার (০৩ মার্চ) রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাত দশটার দিকে ‘জনি সু স্টোর’ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় জনি সু স্টোর ও পার্শ্ববর্তী রুপালী কসমেটিক্স দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জনি সু স্টোরের সত্ত্বাধিকারী জোনাব আলী জানান, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পরে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এ অগ্নিকান্ডে আমার প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৮ হাজার টাকা পুড়ে গেছে।’
রুপালী কসমেটিক্সের মালিক রনজু আহম্মেদ জানান, তার দোকানের ১২ লাখ টাকার মালামাল ও নগদ আনুমানিক ১৫ হাজার টাকা পুড়ে গেছে।
দমকল বাহিনীর কর্মীরা এবং এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
© All rights reserved 2021 ® newspabna.com