শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:১০ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহরে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৩টি বসত ঘর। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
২২ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে শাজাহান আলীর বাড়িতে ঘরের কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত।
এক পর্যায়ে কাচা ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কমেলা খাতুন ও আবু সাঈদের ঘরে।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ৩টি ঘর, ঘরের যাবতীয় জিনিসপত্র ও ২৫টি হাঁস-মুরগী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থরা সবাই দিনমজুর।
বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে শাজাহান আলীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। ফলে সে কুপি বাতি জ্বালিয়ে রেখেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, খবর পাওয়ার পর ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com