মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:২৮ অপরাহ্ন
চাটমোহর উপজেলার চরসেন গ্রামে মঙ্গলবার রাত ৩ টার দিকে অগ্নিকান্ডে দুই পরিবারের ৩টি বসতঘর, নগদ টাকা, আসবাবপত্র ফসল পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে।
জানা যায়, উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেন গ্রামের ইজাজুল হকের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে ইজাজুল হক ও ইছামুদ্দিনের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ঘরে থাকা নগদ টাকা, রসুনসহ সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
© All rights reserved 2020 ® newspabna.com