রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে অটোভ্যান চাপায় সাত্তার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) সকালে পাবনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাত্তার মোল্লা উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ওলিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা যায়, রোববার (১৭ নভেম্বর) সন্ধায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ওলিপুর স্লুইসগেট এলাকায় একটি মালবোঝাই অটোভ্যান সাত্তারকে চাপা দেয়।
পরে এলাকাবাসী গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com