বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:৩৪ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর ,পাবনা : ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে অনুর্ধ-১৮ ফুটবল কাপ ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রংধনু যুব সংঘ ও রিয়েল জিমের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরিন।
এ ছাড়াও এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো নূরুল ইসলাম মাস্টার, সাংবাদিক ও গীতিকার ইকবাল কবীর রনজু, অধ্যক্ষ এম.এ মতিন, আশরাফুল আলম হেলাল, প্রভাষক এস এম আলী আহম্মেদ, তৌহিদুল ইসলাম তাইজুল, খন্দকার আব্দুল বারী, মোশারফ হোসেন, সিদ্দিক মিলন, সিহাবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গীতিকার ইকবাল কবীর রনজু’র লেখা এবং বজলুল হক সুসানের সুরে থিম সং এ কন্ঠ দেন চাটমোহরের গুনী শিল্পীরা।
অবশেষে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র।
শুক্রবার (২৭ নভেম্বর) থেকে অনুষ্ঠিতব্য এ খেলায় আটটি টিম অংশ নিচ্ছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামি ৪ ডিসেম্বর বিকেল ৩ টায়।
অনেক কৃতি খেলোয়ার এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেন।
© All rights reserved 2020 ® newspabna.com