শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন এক গৃহবধূ। তার নাম রাহেলা খাতুন। উপজেলার দোলং পশ্চিমপাড়া মহল্লার গোলজার হোসেনের স্ত্রী তিনি।
গতকাল শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে পৌর সদরের দোলং মহল্লায় এই ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সরকার জানান, রাতে গোলজার হোসেনের রান্নাঘরে হঠাৎ আগুন লাগে। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা চারটি ছাগলকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন গোলজারের স্ত্রী রাহেলা। দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগুনে টিনের একটি ঘর, রান্নাঘর, তিনটি ছাগল, ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ওসি একরামুল হক সরকার, পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আকন্দ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দুই হাজার টাকা ও পাঁচটি কম্বল দেন। এছাড়া কাউন্সিলর সাদেক আকন্দ ১ বস্তা চাউল প্রদান করেন।
© All rights reserved 2020 ® newspabna.com