রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩০ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : চাটমোহরে যথাযোগ্য মর্য়াদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনারে উপজেলা পরিষদ, চাটমোহর পৌরসভা, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ, চাটমোহর উপজেলা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন, বিভিন্ন দফতর, ব্যক্তি পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে এবং সকাল ১১ টায় চাটমোহর পৌরসভায় পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে চিত্র গৃহ চাটমোহর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com