বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন
চাটমোহরে আরো ১৫ জুয়াড়ির জরিমানা
চাটমোহর প্রতিনিধি: চাটমোহরে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ফের জুয়া খেলার সময় ১৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
উপজেলার মথুরাপুর ও মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। পরে বুধবার (১৩ জুলাই) তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম শেহেলী লায়লার ভ্রাম্যমান আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় আটক জুয়ারীদের প্রত্যেককে ৬শ’ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
দন্ডপ্রাপ্তরা জুয়াড়িরা হলো, উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথূলী পশ্চিমপাড়া গ্রামের মৃত হাফিজ বাগমারের ছেলে খলিল বাগমার, মৃত বদর প্রাং এর ছেলে আলম হোসেন, মৃত আলেফ প্রাং এর ছেলে ইবাদত হোসেন, নবির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম, মৃত আজাহার আলীর ছেলে আঃ খালেক, মৃত আজের আলীর ছেলে বজলুর রহমান, হোসেন আলীর ছেলে জনাব আলী, শাহজাহান সরদারের ছেলে মালেক ও মূলগ্রাম ইউনিয়নের সুঁইগ্রাম এলাকার সিরাজুল মন্ডলের ছেলে আঃ রশিদ, শফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, বেলায়েত খাঁ’র ছেলে সুজন, আক্কাস খাঁ’র ছেলে রঞ্জু, মৃত ইজু প্রাং এর ছেলে আতু প্রাং, রমজান মোল্লার ছেলে ময়লাল ও জিয়ারুল ইসলাম। পরে সবাই জরিমানার টাকা দিয়ে ছাড়া পান বলে জানায় পুলিশ। থানা সুত্র জানায়, এর আগে আরো ১৬ জুয়ারুর নিকট থেকে জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
প্রসঙ্গত, চাটমোহরে সাম্প্রতিক সময়ে জুয়া খেলার প্রচলন ব্যাপক হারে বেড়ে গেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রকাশ্যে চলছে জুয়া খেলা। এছাড়াও মাদক ব্যবসায়ী ও সেবীদের আনাগোনাও বেড়েছে ব্যাপকহারে। পুলিশ সম্প্রতি কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আইনের ফাঁক গলিয়ে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হচ্ছে তারা। ভ্রাম্যমান মাদক বিক্রেতারা বেশ সক্রিয় হয়ে উঠেছে। আবার জুয়াড়িরা সামান্য কিছু জরিমানা দিয়ে ছাড়া পেয়ে পুনরায় জুয়া খেলা শুরু করছে।
© All rights reserved 2020 ® newspabna.com