শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:২২ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি: যথাসময়ে ব্যাংকে বিল না আসায় ও জমা দিতে না পারায় চাটমোহরে কর্মরত বেসরকারী শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি) সহস্রাধিক এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী ঈদ-উল ফিতরের উৎসব ভাতা উত্তোলন করতে পারেন নি।
মাউশি ঈদ-উল ফিতরের উৎসবভাতা ছাড় করতে বিলম্ব করায় ৩০ জুন দুপুরে উৎসব ভাতার এমপিও কপি চাটমোহর সোনালী ব্যাংকে এসে পৌছে। দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেন দেন হওয়ায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান উৎসব ভাতা জমা দিতে পারলেও অধিকাংশ প্রতিষ্ঠান জমা দিতে পারেনি।
টাকা শিক্ষকদের স্ব-স্ব হিসাব নম্বরে পোষ্টিং দিতে না পারায় শত শত শিক্ষক ব্যাংকে উৎসব ভাতা তুলতে এসে রিক্ত হস্তে ফিরে যান। পাশাপাশি জুন মাসের বেতনও পাননি শক্ষক-কর্মচারীরা।
এ ব্যাপারে ছাইকোলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হাসিনুর রহমান উজ্জ্বল জানান, বেতন ও উৎসবভাতা না পাওয়ায় শিক্ষক- কর্মচারীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না।
© All rights reserved 2020 ® newspabna.com