মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৯ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে কলেজ ছাত্র হাবিবুর রহমান (২১) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিকভাবে তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে হান্ডিয়াল বাজারের মসজিদ রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
বুধবার দুপুর পর্যন্ত পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত রোববার (১৪ জুন) বিকেলে হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাসির ওরফে নাফি ও রনীর দলের মধ্যে বাক বিতন্ডা হয়। এ নিয়ে ছাত্রলীগ নেতা হাবিব এর সাথে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল এর দ্বন্দ্ব শুরু হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল দূর্বৃত্ত হান্ডিয়াল গার্লস স্কুলের গলিতে এরশাদের চায়ের দোকানে কেরাম খেলায় রত হাবিব ও নাসিরকে শাবল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই হাবিব মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা নিকিড়ি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৫ জুন এজহার নামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং ১১।
নিহত হাবিবুরের চাচা রুহুল আমীন জানান, আমরা করোনা’র কারণে পরিবারের পক্ষ থেকে মানব বন্ধনের সিদ্ধান্ত থেকে সরে আসলেও এলাকাবাসী আকস্মিক এ মানব বন্ধন করে।
আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দীন জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com