বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে কাঠ বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফরিদ হোসেন (২৫) নামের ট্রলির হেলপার নিহত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রলির হেলপার ফরিদ হোসেন একই ইউনিয়নের আটলংকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলা থেকে ট্রলিতে কাঠ নিয়ে সেই গাড়ির হেলপার হয়ে চাটমোহর উপজেলার দিকে আসছিলেন ফরিদ হোসেন। সন্ধ্যার পরে অন্ধকার হয়ে আসলে তাদের ট্রলিতে কোন আলো ছিল না।
পাবনা-চাটমোহর মহাসড়কের মহেশপুর ইট ভাটার নিকট গাড়িটি পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রলিটি।
এ সময় গাড়িতে থাকা কাঠের নিচে পড়ে ফরিদ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস।
© All rights reserved 2020 ® newspabna.com