বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন
চাটমোহর উপজেলার জগতলা গ্রামের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অন্তত: ১৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাবেক ইউপ সদস্য সুলতান হোসেনের ছেলে আনিছ হোসেন এবং মহরমখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে স্বাধীনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক মিটিয়ে দিলেও রাত ৮টার দিকে আনিছ রেলবাজারের এলাকায় গেলে স্বাধীন গং আনিছকে মারপিট করে। বিষয়টি জানাজানি হলে জগতলা ও মহরমখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় পক্ষের মহিলাসহ অন্তত: ১৫ জন আহত হয়। গুরুতর আহত আমজাদ হোসেন কটা (৫৫), ফিরোজ (৩৫), মোঃ মুন্নাফ হোসেন (২৫), গুলশান আরা (৩৬), সৈয়দ আলী (৪৫), হবিবর সরকার হবি (৩৫), ইয়াদ আলী (৩৫) সাইদ হোসেন (৫৫), আব্দুর রশিদকে (২৮) চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন পক্ষই অভিযোগ দেয়নি।
© All rights reserved 2020 ® newspabna.com