শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৭:৩৫ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহরে সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূ উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর গ্রামের আঃ মতিনের স্ত্রী জুলেখা খতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ জুলেখা খাতুন পারিবারিক কলহের কারণে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সবার অগোচরে নিজ শোবার ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলেখার লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিজ শোবার ঘর থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com