শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:০৩ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১১আগস্ট মঙ্গলবার ভোররাতে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে।
নিহত গৃহবধূ হলেন বোঁথর গ্রামের বাবু হোসেনের স্ত্রী হাফিজা খাতুন (২২)।
খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছেন।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত গ্রহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে হাফিজা বুকে ব্যাথা অনুভব করে এবং অল্পক্ষণ পরেই মারা যান।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মেডিকেল রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর কারণ। তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com