শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (চামোহর) পাবনা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী ছাত্রদল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নয়ন হোসেনকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) চাটমোহর উপজেলা ছাত্রদল এর সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মো. ফারুখ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্র সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অবস্থান নেয়ায় উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ সতর্ক করলেও দলের উর্ধতন নেতৃবৃন্দের নির্দেশনা অমান্য করে দলের স্বার্থ পরিপন্থী কার্যকলাপে অংশ নেয়ায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিস্কার করা হয়।
উপজলা ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক ফারুখ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী নয়ন হোসেনকে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সকল প্রকার পদ হতে বহিস্কার করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com