শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৭ অপরাহ্ন
চাটমোহরে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন
চাটমোহর প্রতিনিধি: চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ আগষ্ট) বেলা ১১ টায় অত্র মাদ্রাসার সভাপতি এ কে এম শরীফ উল্লাহ সাচ্চুর সভাপতিত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকছেদ আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য আয়েশা খাতুন, জগতলা মাদ্রাসার সুপার আবুল হোসাইন, সাবেক সদস্য আব্দুল মান্নান সরকার, সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জু, অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক রোস্তম আলী, সিনিয়র সহকারি শিক্ষক মতিউর রহমান প্রমুখ। এছাড়া ব্যাপক সংখ্যক স্থানীয় জনসাধারন ও অভিভাবক বৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান। শেষে এলাকার গন্যমান্য ব্যক্তি বিশেষের সমন্বয়ে ২০ সদস্য বিশিষ্ট জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটি গঠন করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com