শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:১৩ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনার চাটমোহরে মৎস্য শিকারির জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনাই নদী থেকে সেকেন্দার আলীর জালে মাছটি ধরা পড়ে।
সাদা-কালো মিশ্রিত রঙের মাছটির ওজন প্রায় ৬ কিলোগ্রাম। মাছটি লম্বায় ১৫/১৬ ইঞ্চি। এটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ রয়েছে।
মৎস্য শিকারি সেকেন্দার আলী জানান, উপজেলার রতনাই নদীতে ফাঁস জাল ফেললে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির কোনো ক্রেতা না মিললেও এটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন, কেউ কেউ মাছটি ধরে সেলফি তুলছেন।
চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মাছটি স্বাদু পানির মাছ। বড় নদীর গভীর পানিতে থাকে এই মাছ। ফলে এটি সহজে ধরা পড়ে না। স্রোতের কারণে মাছটি হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে। মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘হাইপোসটোমাস প্লিকোসপোমাস’।
এমন বিরল প্রজাতির মাছ ধরা পড়লে না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com