বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন
ড. ইউনুসের ছবিতে আগুন দেয় ছাত্রলীগ
চাটমোহর প্রতিনিধি: বৃহস্পতিবার (০৪ আগষ্ট) সকালে গ্রামীণ ব্যাংক চাটমোহর এরিয়া অফিসে ঢুকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের ছবি নামিয়ে পুড়িয়ে ফেলে ছাত্রলীগ।
চাটমোহর উপজেলা শাখার নেতারা জানান, সকল শাখা অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় তারা এ হামলা চালিয়েছে। সেই সাথে তারা গ্রামীণ ব্যাংকের চাটমোহর শাখা ব্যবস্থাপককে ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানোর আল্টিমেটাম দিয়েছে।
সেই সাথে নেতৃবৃন্দ গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগের পদত্যাগও দাবি করেছেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ আলীম, সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস, হজরত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ গ্রামীণ ব্যাংক চাটমোহর শাখা অফিসে যান।
তারা ব্যবস্থাপক মঞ্জু আলমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানোর কথা বলেন। শাখা ব্যবস্থাপক জানান, তাদের কোন শাখাতেই সরকার প্রধানের ছবি নেই। তারপরও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা করা হবে।
সে সময় ক্ষিপ্ত ছাত্রলীগ নেতারা ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানোর আলটিমেটাম দেন এবং এক পর্যায়ে অফিসে টাঙ্গানো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ছবি নামিয়ে পুড়িয়ে ফেলে তারা।
এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের চাটমোহর শাখা ব্যবস্থাপক মঞ্জু আলম পাবনা জানান, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানোর নির্দেশ দিয়েছেন। ইউনুস সাহেবের ছবি নামিয়ে ফেলেছেন। তিনি আর কিছু বলতে রাজি হননি।
ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন বলেন, গ্রামীণ ব্যাংকের কোন শাখাতেই সরকার প্রধানের ছবি নেই। ছাত্রলীগ সরকার প্রধানের ছবি টাঙ্গানোর কথা বলেছে। ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া ও ড. ইউনুসের ছবি পোড়ানোর সত্যতা স্বীকার করেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com