শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:২৪ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : সোমবার থেকে চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের তেওড়া চড়ক পূজা শুরু হয়েছে। সোমবার পানি থেকে চড়ক গাছ তোলা হয়েছে। দিনব্যাপী প্রতিমা স্থাপন, কালি নাচসহ ছিল পূজা অর্চনা।
মঙ্গলবার চড়ক গাছ ঘুরানো হবে। পৈার শহরের দোলবেদীতলা, নাপিত পাড়া ও নতুন বাজারে চড়ক গাছ ঘুরানো হবে। এছাড়া হান্ডিয়াল, মূলগ্রাম, রেলবাজার, হরিপুরসহ বিভিন্ন স্থানে তেওড়া চড়ক পূজা অনুষ্ঠিত হবে।
© All rights reserved 2020 ® newspabna.com