মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : ছবি অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান “চিত্র গৃহ চাটমোহর” এর আয়োজনে দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
৩০ নভেম্বর সোমবার সকালে চাটমোহর পৌরসদরের মাস্টারপাড়া মহল্লায় “চিত্র গৃহ চাটমোহর” এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মোঃ সজিব শাহরীন।
এসময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, অধ্যক্ষ এম.এ মতিন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, গীতিকার ও সংবাদিক প্রভাষক ইকবাল কবীর রনজু, ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, প্রবীণ শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিজয় ভৌমিক প্রমূখ।
চিত্র গৃহের ব্যবস্থাপনা সম্পাদক জেমান আসাদ এবং শিল্প পরিচালক মানিক দাস জানান, করোনা কালীন সময়ে ঘরবন্দী শিক্ষার্থীরা অসাধারণ কিছু ছবি এঁকেছে।
শতাধিক শিক্ষার্থীর অসাধারণ চিত্র কর্মের সাথে পরিচিত হতে এবং তাদের সৃজনশীল কর্মে উৎসাহ যোগাতেই আমাদের এ আয়োজন।
প্রদর্শনী আয়োজনের পুরো সমন্বয় করেন, চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক ও বিশিষ্ট অংকন শিক্ষক মানিক দাস।
© All rights reserved 2020 ® newspabna.com