মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে তহুরা নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী (অন্ধ) গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
বুধবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তহুরা উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁটাখালী গ্রামের দরিদ্র ভ্যানচালক তফিজ উদ্দিনের মেয়ে ও আ. কাদেরের স্ত্রী।
এলাকাবাসী জানায়, গত ৫ বছর আগে আব্দুল কাদেরের সাথে বিয়ে হয় দৃষ্টি প্রতিবন্ধী তহুরার। এর মাঝে তাদের ঘরে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়।
কিন্তু বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই থাকত। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় স্বামী কাদের ছোট-খাটো বিষয় নিয়ে তহুরাকে মারধর করত। এদিন সকালেও তাকে মারপিট করে স্বামী কাদের। সম্ভবত পারিবারিক অশান্তির কারণেই সকালে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে তহুরা।
তবে, তহুরার বাবা তফিজ উদ্দিন এর অভিযোগ, যেহেতু তহুরা অন্ধ, সেহেতু সে কীভাবে আত্মহত্যা করতে পারে। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব জানান, খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে- এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com