সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:২৫ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টারের সভাপতিত্বে ও সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক,
উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন,
জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, কৃষি অফিসার কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ, থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ, মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক, পাবনা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.ইতি হোসেন স্বপ্না, প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক দৈনিক ইত্তেফাক চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম চাটমোহরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com