সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১২:৩৫ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল ও থানা অফিসার ইনচার্জ এসএম আহসান হাবীব।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় থানায় মতবিনিময় সভার শুরুতে নবাগত এএসপি ও অফিসার ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মত বিনিময় সভায় থানার ওসি এসএম আহসান হাবীবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল। বক্তব্য দেন, শামীম হাসান মিলন (সমকাল), রকিবুর রহমান টুকুন (দৈ: চলনবিল), কেএম বেলাল হোসেন স্বপন (সা: সময় অসময়), শাহীন রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন), পবিত্র তালুকদার (যুগান্তর), ইকবাল কবীর রঞ্জু (নয়াদিগন্ত) বকুল রহমান (ভোরের কাগজ) প্রমুখ।
এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের সকল স্থানে সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। থানার মামলা সংক্রান্ত বা অন্য কোন ব্যাপারে এখন থেকে অফিসার ইনচার্জ (ওসি) তথ্য সরবরাহ করবেন। তিনি ব্যস্ত থাকলে অথবা অপারগতা প্রকাশ করলে আমি তথ্য প্রদান করবো। অনিয়ম, দুর্নীতি, মাদক, জুয়া বন্ধে সাংবাদিকদের তথ্য প্রদানের আহবান জানান এএসপি।
অফিসার ইনচার্জ এসএম আহসান হাবীব তার বক্তব্যে বলেন, আমরা সাংবাদিকদের বন্ধু মনে করি। চাটমোহরের আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। এজন্য তিনি চাটমোহরে কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
উল্লখ্য, সম্প্রতি পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর থানা নিয়ে চাটমোহর সার্কেল গঠিত হয়েছে। ইতোপূর্বে ঈশ্বরদী সার্কেলের অধিনে ছিলো।
© All rights reserved 2020 ® newspabna.com