রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:১৩ পূর্বাহ্ন
আচরণবিধি লংঘন করে পোষ্টারিং
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কাশেম মেম্বর নির্বাচনী আচরণবিধি লংঘন করে পোস্টারিং করেছেন মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী মোঃ মকবুল হোসেন জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লংঘন করে আবুল কাশেম সরদার ও তার কর্মী সমর্থকরা হরিপুর বাজার, চড়ইকোল বাজার, ধুলাউড়ি. তেবাড়ীয়া, ধরইলসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে, গাছের সাথে, স্টলে পোষ্টারিং করেছেন। পোষ্টারে আবুল কাশেম মেম্বর আহত হবার বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করেছেন যা নির্বাচনী আচরণবিধি লংঘন। তিনি এ ব্যপারে আবুল কাশেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
তবে গত ৩ দিন ধরে পোষ্টার সাঁটানো হলেও কোন মোবাইল কোর্ট বা আইন শৃংখলা বাহিনীকে পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে আগামী নির্বাচন পর্যন্ত আচরণবিধি লংঘনের মাত্রা বাড়তে পারে বলে সচেতন মহল মনে করছেন।
উল্লেখ্য, আগামী ৪ জুন চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
© All rights reserved 2020 ® newspabna.com