বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:১৮ অপরাহ্ন
ফাইল ফটো
চাটমোহর প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চাটমোহরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহিংসতার মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১২ জুন) দিনগত রাতে বাহাদুরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলো, মথুরাপুর গ্রামের আব্দুল কাদের (৫৬) ও শিবপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে রকিবুল হাসান (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আসিফ মোহাম্মদ ও এসআই আব্দুল লতিফ শেখ সঙ্গীয় ফোর্সসহ বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের দু’জনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে সোমবার (১৩ জুন) তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহাদুরপুর সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ইউপি সদস্যদের ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষ পরবর্তী আইন-শৃংখলা বাহিনীর গুলিতে আমজাদ হোসেন ওরফে ইন্দা (৫৬) নিহত হবার ঘটনায় ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আলমগীর হোসেন নামীয় এবং ৭/৮’শ ব্যক্তিকে আসামী করে চাটমোহর থানায় মামলা দায়ের করেন।
© All rights reserved 2020 ® newspabna.com