রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, চাটমোহর : পাবনার চাটমোহরে মঙ্গলবার (১৯ নভেম্বর) ডেঙ্গার বিলের পানিতে ডুবে মনিরা খাতুন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা সাকলাইনপাড়ার ময়নুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সারাদিন খোঁজ না মিললেও সন্ধার দিকে বাড়ির পাশের ডেঙ্গারবিল থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
দিনের কোন একসময় সবার অজান্তে শিশু মনিরা খেলতে গিয়ে বিলের পানিতে পড়ে যায়।
পরে সন্ধার দিকে তার মৃতদেহ বিলের পানিতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com