শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৮ অপরাহ্ন
ছবি : প্রতীকি
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামে সোমবার (১৫ আগস্ট) সকালে পানিতে ডুবে আশা খাতুন নামের এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আশা উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে রেজাউল হকের শিশুকন্যা। সে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিচ্ছিল। কাল তার পরীক্ষা দেয়ার কথা ছিলো। মৃত্যুতে পিতা-মাতা, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা জানান, সকালে আশার বাড়িতে তার ছোট ভাই শিমুলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলছিল। শিশুরা মেতেছিলো আনন্দ উৎসবে। শিশু আশা তার কয়েকজন সহপাঠিদের সাথে রঙ দিয়ে খেলা করছিল। তাদের সারা শরীরে রঙ মেখে গেলে বাড়ির পাশে বিলের পনিতে কয়েকজন গোসল করতে যায়। এ সময় অন্যান্যরা পানি থেকে উঠে আসলেও আশা বিলের গভীর পানিতে তলিয়ে যায়।
পরে তার লাশ বিলের পানিতে ভেসে উঠলে দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই আশার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বাড়িতে উৎসব শোকে রুপ নেয়। পিতা-মাতা, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2020 ® newspabna.com