শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শুক্রবার চাটমোহর উপজেলার উত্তর সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে আদনান (৫) নামের এক শিশু মারা গেছে।
শিশু আদনান বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রামের আব্দুল খালেক এর ছেলে।
স্থানীয়রা জানান, সকলের অগোচরে শিশু আদনান খেলতে খেলতে ছোট জাল নিয়ে বাড়ির পাশে পুকুরে যায়। জালটি পানিতে নামাতে গিয়ে পুকুরে ডুবে যায় সে।
শিশুটির বাবা পুকুরে গোছল করতে গিয়ে আদনানকে ভাসতে দেখে। পরে স্বজনরা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
© All rights reserved 2020 ® newspabna.com