শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
চাটমোহরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতরা
চাটমোহর প্রতিনিধি : চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন ।
শনিবার (২১ মে) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত এসকেন্দার প্রামানিকের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮), মকসেদ আলী (৫০), আলমগীর হোসেন (৩৫), সেকেন্দার আলী (৫২), সেকেন্দার আলীর ছেলে মুন্না (১৮) ও আলম হোসেনের স্ত্রী শেফালী খাতুন (৩২)।
এলাবাসীরা জানান, সেকেন্দার আলীর বাড়িতে বিদ্যুতের লাইন নেওয়াকে কেন্দ্র করে সেকেন্দারের আরেক ভাই আলম ও অন্যান্য ভাইদের মধ্যে শনিবার দুপুরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত পৌনে ৯টার দিকে সেকেন্দার আলীকে তার অন্যান্য ভাইয়েরা মিলে মারপিট করতে গেলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২টা) উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে।
© All rights reserved 2020 ® newspabna.com