বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ন
চাটমোহরে পিসিডি’র শিক্ষাবৃত্তি প্রদান
চাটমোহর প্রতিনিধি: বেসরকারী সংস্থা পিডিসি’র উদ্যোগে চাটমোহরে মেধাবী হতদরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ আগস্ট) পিসিডি’র চাটমোহর কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল।
পিসিডি’র নির্বাহী পরিচালক মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল (জুয়েল মির্জা), কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না, প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, পিডিসি’র চাটমোহর শাখার ব্যবস্থাপক মো. মজনুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com