সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১২ দিন বিরতির পর আবার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হলো।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার সোমবার (০৬ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত তিনজনের মধ্যে একজনের বাড়ি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে। তার বয়স ৫০ বছর। তিনি এর আগে করোনা শনাক্ত হওয়া ৩০ বছর বয়সী যুবকের বাবা।
গত ২৫ জুন তার নমুনা নেওয়া হয়। দ্বিতীয়জনের বাড়ি চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায়। তার বয়স ৫৫ বছর। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। তার নমুনা নেওয়া হয়েছিল গত ২৭ জুন।
আর অপরজনের বাড়ি হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে। তার বয়স ৩৩ বছর। তিনি নমুনা দিয়েছিলেন ২২ জুন।
ডা. রুহুল কুদ্দুস ডলার বলেন, তাদের সবারই কমবেশি জ্বর, ঠাণ্ডাজনিত সমস্যা থাকায় নমুনা দিয়েছিলেন। তবে বর্তমানে তারা অনেকটা ভাল অবস্থায় আছেন। এর আগে সর্বশেষ গত ২৩ জুন উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com