বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০১:৪৯ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হিয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মমিন হোসেন (১৮)। বজ্রপাতে এ সময় মনিরুল ইসলাম (২৫) নামের আরও একজন আহত হয়েছেন।
নিহত মমিন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের হিয়ালদহ গ্রামের হাছেন আলীর ছেলে এবং আহত মনিরুল ইসলাম একই গ্রামের মোজা কামারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার হিয়ালদহ মাঠে অন্যের ধানের জমিতে কৃষি শ্রমিক হিসেবে মমিন ও মনিরুল দু’জন নিড়ানির কাজ করছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে সাড়ে ৫টার দিকে বজ্রপাতে মমিন ঘটনাস্থলেই মারা যান।
এসময় মনিরুল আহত হয়। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
© All rights reserved 2020 ® newspabna.com