মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৪৩ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে বাবার ওপর অভিমান করে সোমবার (২৪ এপ্রিল) সকালে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে নয়ন আহমেদ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার হরিপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাতে নয়নের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার পিতার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে বাড়ির সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বজনরা জানালা দিয়ে নয়নের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে।
থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার অপমৃত্যু মামলা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com